🟢 প্রিমিয়াম পেইড সাপোর্ট সিস্টেম – শুধুমাত্র ফ্রি শিক্ষার্থীদের জন্য
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট-এর পক্ষ থেকে আমাদের সম্মানিত ফ্রি স্টুডেন্টদের জন্য এক নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন থেকে যেসব শিক্ষার্থী ফ্রি কোর্সে যুক্ত ছিলেন, তারা চাইলে মাসিক মাত্র **৳৯৯৯ টাকার বিনিময়ে** প্রিমিয়াম সাপোর্ট সিস্টেমে যুক্ত হতে পারবেন।
✅ পেইড সাপোর্টে যুক্ত হওয়ার নিয়মাবলী:
🎯 কিভাবে ভর্তি হবেন?
1. ওয়েবসাইটের পাশে থাকা ‘ভর্তি হউন’ বাটনে ক্লিক করুন।
2. আপনার নাম, ইমেইল ও ফোন নম্বর দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
3. প্রিমিয়াম সাপোর্ট গ্রহণের জন্য ৳৯৯৯ টাকা পরিশোধ করুন।
অথবা…
💳 বিকাশ / রকেট / নগদ-এ পেমেন্ট করুন:
📲 Bkash Personal: 01557-421901 / 01756-412096
📲 Nagad Personal: 01950-962207
📲 Rocket Personal: 01785-3346327
(সকল পেমেন্ট নাম্বার আমাদের ওয়েবসাইটের নিচে দেওয়া আছে)
📝 পেমেন্টের পর করণীয়:
✅ আমাদের ফেসবুক গ্রুপ "Digital Marketing Help BD"-তে একটি পোস্ট দিন।
গ্রুপ লিংক:
🔗 https://www.facebook.com/groups/outsourcingbdinstitutebygolzer
পোস্টে অবশ্যই উল্লেখ করুন:
আপনার নাম
ইমেইল
ফোন নম্বর
পেমেন্ট স্ক্রিনশট (বিকাশ/নগদ/রকেট)
🔗 এছাড়াও আপনি চাইলে [আমাদের ওয়েবসাইট] এ গিয়ে একেবারে নিচে থাকা পেমেন্ট নাম্বার দেখে সেন্ড মানি করে, গ্রুপে পোস্টের মাধ্যমেও জানাতে পারেন।
🔔 গুরুত্বপূর্ণ তথ্য:
আপনি যেকোনো সময় মাসিক *৳৯৯৯* টাকার বিনিময়ে সাপোর্টে যুক্ত হতে পারবেন।
আপনার সাপোর্ট ক্লাস শুরু হবে যেদিন থেকে সাপোর্ট কার্যক্রম চালু হবে, সেদিন থেকেই দিন গণনা শুরু হবে।
প্রতি শুক্রবার সাপোর্ট লিংক আপডেট করা হবে।
আপনি যদি বুধবার রাতে ভর্তি হন, তবে আপনার সাপোর্ট ক্লাস শনিবার থেকে শুরু হবে।
💰 পেইড সাপোর্ট ফি:
প্রতি মাসে শুধুমাত্র *৳৯৯৯ টাকা।*
নির্ধারিত এক মাস পরে সাপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
নতুন মাসে পুনরায় সাপোর্ট পেতে আবার পেমেন্ট করতে হবে।
⏰ সাপোর্টের সময়সূচী:
📅 প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত
🕑 সময়: দুপুর ২:০০টা থেকে রাত ২:০০টা পর্যন্ত
📍 মাধ্যম: Zoom লাইভ সেশন
এই সময়ের মধ্যে আপনি যেকোনো সমস্যা, প্রশ্ন বা গাইডলাইন সরাসরি লাইভে পেয়ে যাবেন।
🎯 ভর্তি পরবর্তী কার্যক্রম:
আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার *২৪ ঘণ্টার মধ্যেই* আমাদের এডমিন টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার দেওয়া ইমেইলে সাপোর্ট শিডিউলসহ কনফার্মেশন পাঠাবে।
**ধন্যবাদান্তে,**
**আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট**